শেরপুরের মাটির সাথে যাদের সম্পর্ক তাদেরকে নেতৃত্বে আনলে দল শক্তিশালী হবে|| হুইপ আতিক-সত্যবয়ান

শেরপুরের মাটির সাথে যাদের সম্পর্ক তাদেরকে নেতৃত্বে আনলে দল শক্তিশালী হবে|| হুইপ আতিক-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ||শেরপুরে আওয়ামী সেচ্ছাসেবক লীগ শেরপুর জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগষ্ট শনিবার বিকেলে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন কবির।

কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের নির্বাহী সদস্য এহতেশামুল হক সুমন সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞপিপি এডভোকেট চন্দন কুমার পাল, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান খান ইরান।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিক বলেন, আমি ভালোবাসা থেকে সৃষ্টি ভালোবাসায় হারিয়ে যাবো। শেরপুর জেলা সেচ্ছাসেবক লীগের কমিটি এমন লোকদের নিয়ে আসতে হবে যাদের শেরপুরের মাটির সাথে সম্পর্ক তাদেরকে নেতৃত্বে আনলে দল শক্তিশালী হবে। সেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন বলেন, বিশ্ব মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নিজ হাতে গড়া সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছাসেবক লীগ’র প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ’র বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম’র দিকনির্দেশনায় আমাদের পথচলা, ওয়ান ইলেভেনে অবৈধ সরকারের সময় জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনে স্বেচ্ছাসেবক লীগ রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান খান ইরান বলেন, বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অসীম সাহসিকতার সাথে ভয়কে জয় করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করছে। জননেত্রী শেখ হাসিনা মহান জাতীয় সংসদে স্বেচ্ছাসেবক লীগের উল্লেখযোগ্য কাজের বিবরণ তুলে ধরেছেন এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। যার ফলে দেশব্যাপী নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জাতির যেকোন প্রয়োজনে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে ছিল ভবিষ্যতে ও থাকবে। সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের পানি সম্পদ সম্পাদক জামিল আহম্মেদ,নির্বাহী সদস্য মোহাম্মদ গোলাম রব্বানী, ময়মনসিংহ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম নুরুজ্জামান খোকন, জামালপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, শেরপুর জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আ.স.ম নাসিম কাকন, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা মনির উদ্দিন আহমেদ, অজয় কুমার চক্রবর্তী জয়, সরোয়ার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *