শেরপুরে সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম মিন্টুর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী-সত্যবয়ান

শেরপুরে সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম মিন্টুর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ||শেরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের জনবান্ধব ৩ বারের সফল কাউন্সিলর মরহুম আমিনুল ইসলাম মিন্টুর ১০ মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭ জানুয়ারী আজকের এই দিনে কাউন্সিলর থাকাবস্থায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার স্মরণে প্রতি বছর এই দিনে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। এবারো তার ব্যতিক্রম নয়। এছাড়াও জন প্রতিনিধি থাকাবস্থায় রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় দলের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে থাকে আওয়ামীলীগ পরিবার। রাজনৈতিক জীবনে তার যে অবদান ছিল তা ৬নং ওয়ার্ডবাসীর কাছে স্মরণীয়। তিনি রাজনৈতিক ভাবে আওয়ামীলীগ করলেও সকল শ্রেণি পেশার মানুষের সাথে ছিল সুসম্পর্ক। নেতা হিসেবে নয় ব্যক্তি হিসেবে তার সুনাম রয়েছে চোখে পরার মত। সকল শ্রেণি পেশার মানুষের সাথে তার আচরণ ছিল মুগ্ধকর। সহনশীলতা মনোভাব নিয়েই চলত সমাজে। এলাকার সকল পর্যায়ে সমস্যা সমাধানে তার অগ্রণী ভূমিকা ছিল। সাধারণ মানুষের বিপদে ছুটে যেতেন এবং শুনতেন সমস্যার কথা। এজন্য এলাকায় জনবান্ধব কাউন্সিলর হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। জনগণ তাকে ভালবেসে গরীবের কাউন্সিলর হিসেবে উপাধি দিয়েছিলেন। উল্লেখ্য ২০১১ সালের ১৭ জানুয়ারী ৩য় বারের মত কাউন্সিলর নির্বাচিত হন। পরের বছর ২০১২ সালের ১৭ জানুয়ারী আজকের এই দিনে ইহ জগতের মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান কাউন্সিলর আমিনুল ইসলাম মিন্টু। রাজনৈতিক জীবনে শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, শ্রমিক লীগের কার্যকরী পরিষদের সদস্য, শহর আওয়ামীলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে সিনিয়র সহ সভাপতি পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও হযরত শাহ কামাল (রহঃ) মাজার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *