শেরপুরে সাতপাকিয়া ব্রীজ সংলগ্ন অবৈধ বাজার ইজারা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

শেরপুরে সাতপাকিয়া ব্রীজ সংলগ্ন অবৈধ বাজার ইজারা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া ব্রীজ সংলগ্ন অবৈধ কাঁচাবাজারে এক খাঁচা সবজি ৩০০ টাকা বিক্রিতে ১৫০ টাকা অবৈধ ইজারা প্রত্যাহার ও আকবর-মুলুর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর সম্মুখে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, চরপক্ষীমারী ইউনিয়নের সাধারণ কৃষকরা সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তারা সেই সবজি শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র ব্রীজ সংলগ্ন সাতপাকিয়া কাঁচাবাজারে বিক্রি করে থাকে। বাজারটি সরকারি অবৈধ খাস জমিতে গড়ে তুলেছে সাতপাকিয়া গ্রামের আকবর চেয়ারম্যান ও তার ভাই শফিকুল ইসলাম মুলু। এখানে সাধারণ কৃষকরা এক খাঁচা সবজি ৩০০ টাকা থেকে ৪৫০ টাকা বিক্রি করলে ১৫০ টাকা থেকে ২০০ টাকা অবৈধ ইজারা আদায় করে তারা। যদি সবজি বিক্রি করে খাঁচা প্রতি ১৫০ টাকা থেকে ২০০ টাকা না দেয়া হয় তাহলে সবজি নষ্ট করে, খাচা ভেঙ্গে ফেলে এবং মারধর করে। তারা সাধারণ কৃষকদের জিম্মি করে ভয় দেখিয়ে উচ্চ হারে অবৈধ ইজারা আদায় করেন। তাদের থেকে সাধারণ কৃষক রক্ষা এবং অবৈধ ইজারাদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে করলে সেই কৃষকরা উপকৃত হবে।
মানববন্ধন ওই গ্রামের শতাধিক সাধারণ কৃষক উপস্থিত ছিলেন।

এর আগে শেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর এক স্মারক লিপি প্রদান করেন ওই কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *