শেরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ-সত্যবয়ান

শেরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ ||শেরপুর সদর উপজেলার ৭নং ভাতশালা ইউনিয়নের সাপমারিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সাপমারি হাইস্কুল মাঠ প্রাঙ্গনে আভাস মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় নারী পুরুষদের মাঝে ১শত ৬০টি কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আভাস মানবকল্যাণ সংস্থার সভাপতি ও
শেরপুর সদর হাসপাতালের আরএমও ডা. মোবারক হোসেন, সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সেলিম খান।
এছাড়াও সংস্থাটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আ. রাহাদ, মতিউর রহমান, জসিম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় ডা. মোবারক হোসেন বলেন,আমরা আপনাদের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

তিনি আরো বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে এসব কম্বল বিতরণের জন্য এসেছি। আমরা নানান দুর্যোগে অসহায় মানুষের পাশে এসে দাড়াই। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো বলে প্রত্যাশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *