শেরপুরে শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো ও বিতরণ

শেরপুরে শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো ও বিতরণ

স্টাফ রিপোর্টার: ‘শুভ কাজে সবার পাশে’-এ শ্লোগানে বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা কমিটির উদ্যোগে ৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্থ্য জীবনযাপনের লক্ষে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো ও বিতরণ করা হয়েছে।

শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মানিক ফুটবল একাডেমীর শিশুদের এসব কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো ও বিতরণ করা হয়।

কালেরকন্ঠের শেরপুর জেলা প্রতিনিধি হাকিম বাবুল এ কর্মসূচির উদ্বোধন করেন। বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা কমিটির সভাপতি গোলাম শাহরিয়ার রবিন-এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিতার্কিক এস.এম.ইমতিয়াজ চৌধুরী শৈবাল, সহ-সভাপতি ইশতিয়াক চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা কৃমি সংক্রান্ত জটিলতা, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার উপকারিতা, নিয়মাবলি, ব্যাক্তিগত স্বাস্থ্য পরিচর্যা এবং পরিষ্কার-পরিচ্ছনতার বিষয়ে সচেতনতামুলক বক্তব্য রাখেন।

এদিন মানিক ফুটবল একাডেমীর ৩৫ জন শিশু ছাড়াও ৫০ জন শিশুকে এক ডোজ করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয় এবং পরবর্তী সপ্তাহে খাওয়ার জন্য আরেক ডোজ এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য ২ ডোজ করে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *