শেরপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ-সত্যবয়ান

শেরপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ-সত্যবয়ান

শেখ সাঈদ আহম্মেদ সাবাব:
প্রাপ্ত নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনসমুহের অনুদান এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

৫অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, এডিসি (সার্বিক ) মোক্তাদিরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, শেরপুর অটিজম ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক সৈয়দ শাহজাহান আহাম্মদ, শিক্ষার্থী সীমা রাণী প্রমুখ।

এছাড়াও শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ২৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ২লক্ষ ৯০ হাজার, ২১ জন শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ ৩হাজার ২শত টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক বলেন, আমরা সকল সম্প্রদায়ের শিশুদের শিক্ষা গ্রহণ নিশ্চিত করবো। এজন্য সবধরনের সহায়তা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *