শেরপুরে লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন

শেরপুরে লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন

স্টাফ রিপোর্টার:শেরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঈদুল আযহা শেষে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছেন প্রশাসন। ২৪ জুলাই শনিবার সকাল থেকে জেলা সদরসহ উপজেলা সদরে প্রশাসনের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহরের বিভিন্নস্থানে অভিযান চালান। ওইসময় ঔষধ, খাবার হোটেল ও জরুরি সেবা ছাড়া শহরের প্রায় সব দোকানপাটই বন্ধ ছিল। যেসব পথচারী বিনা কারণে রাস্তায় ঘোরাফেরা করছিলেন প্রশাসনের কর্মকর্তারা তাঁদের ঘরে চলে যাওয়ার নির্দেশ দেন। তবে সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীরা বিপাকে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *