শেরপুরে রূপকল্প বাস্তবায়নে স্ট্রাটেজিক প্ল্যান এক্সারসাইজ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে রূপকল্প বাস্তবায়নে স্ট্রাটেজিক প্ল্যান এক্সারসাইজ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ব্যক্তি ও সমাজের মনোজগতের পরিবর্তন এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন আগামী দিনের রূপকল্প বাস্তবায়নে কার্যকর পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে শেরপুরে স্ট্রাটেজিক প্লান এক্সারসাইজ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার শহরের নিউমার্কেট পাতাবাহার খেলাঘর আসর মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) দিনব্যাপী এ স্ট্রাটেজিক প্লান এক্সারসাইজের আয়োজন করে। এতে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ সংগঠক সহ রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, নারীনেত্রী, যুব নেতা সহ অনগ্রসর জনগোষ্ঠির ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে এ স্ট্রাটেজিক প্লান এক্সারসাইজটি পরিচালনা করেন গবেষক ও উন্নয়ন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ড. আসাদ খান, আইইডি’র সহ-সমন্বয়ক সুবোধ বাস্কে। অনুষ্ঠানে স্থানীয় পরিপ্রেক্ষিত বিবেচনায় ব্যক্তি জীবনে ও সমাজ বাস্তবতায় এবং নেতৃত্বের ক্ষেত্রে ও সাধারণ জনগণের ক্ষেত্রে কোন কোন ধরনের পরিবর্তন হয়েছে, বর্তমান বাস্তবতা এবং রূপকল্প বাস্তবায়নে নিজেদের মতামত তুলে ধরেন অংশগ্রহণকারিরা। এসময় ব্যক্তি পর্যায়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কাজ-পেশা, মর্যাদা, অভ্যাস, আয়-ব্যয়, বিনোদন, ব্যস্ততা এসময় বিষয়ে আগের তুলনায় বর্তমানে কী ধরনের পরিবর্তন হয়েছে। একইসাথে সামাজিক পর্যায়ে দ্বন্দ্ব (মীমাংসা), সহিংসতা-নারী, সংখ্যালঘু সম্প্রদায়, প্রযুক্তি, রীতিনীতি, সংস্কৃতি, অংশগ্রহণ, অবকাঠামো, সামাজিক সম্পর্ক, অধিকার, প্রতিষ্ঠান (ধর্মীয়, ক্লাব, স্কুল), স্থানীয় নেতৃত্ব, নৈতিকতা (দুনর্ীতি), শান্তি, সহযোগিতা, সহভাগিতা, পরিবেশ দূষণ এবং এসব বিষয়ে কী ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে সেসব আলোচনায় ওঠে আসে। এর ভিত্তিতে আগামীর স্ট্রাটেজিক প্ল্যান কী হতে পারে, সেসব বিষয়ে পরামর্শ এবং পারিবারিক, সামাজিক, চরিত্র ও দক্ষতা বিবেচনায় বিভিন্ন ধরনের সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো, মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারওয়ার, রাজনীতিক সোলায়মান আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শরিফুর রহমান, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, সাংবাদিক সঞ্জিব চন্দ বিল্টু, জেলা প্রকৃতি ও জীব ক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক মো. আব্দুল কাদির, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, আউটসোর্সার মওলানা মিনহাজ উদ্দিন, তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠির নেত্রী নিশি হিজড়া, যুব হরিজন নেত্রী মুক্তা হরিজন, যুব নেতা শুভংকর সাহা, শিশু সংগঠক দীপক দাম প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *