শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদক কারবারির কারাদণ্ড

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদক কারবারির কারাদণ্ড

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা মদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসক শেরপুর পৌরসভার ঢাকলহাটী মহল্লায় ৬ ডিসেম্বর বুধবার দুপুরে এক মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে ২৫ পুড়িয়া গাঁজাসহ মো. নজরুল ইসলাম ওরফে বাঘা (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি মো. নজরুল ইসলাম ওরফে বাঘা শেরপুর পৌরসভার ঢাকলহাটি উত্তরপাড়া মহল্লার মৃত ফিতু সেকের ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বুধবার দুপুরে শেরপুর পৌরসভার ঢাকলহাটী উত্তরপাড়া মহল্লায় এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো. নজরুল ইসলাম ওরফে বাঘাকে আটক করে। পরে তার বশত ঘর তল্লাশী করে ২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমীন ঘটনাস্থল গিয়ে মাদক কারবারি মো. নজরুল ইসলাম ওরফে বাঘাকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *