শেরপুরে বেকারদের কর্মসংস্থানের জন্য টিটিসি’র উদ্বোধন||সত্যবয়ান

শেরপুরে বেকারদের কর্মসংস্থানের জন্য টিটিসি’র উদ্বোধন||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার: কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের লক্ষে সারাদেশের ৪০ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ১ টি ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপনের সাথে শেরপুর জেলার সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিটিসি উদ্বোধন ঘোষনা করার পর শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান প্রমুখ।
সভায় জানানো হয়, শহর সংলগ্ন শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখলাস্থ দেড় একর জমির উপর ৪ তলা বিশিষ্ট এ টিটিসি ভবন নির্মাণে মোট ২০ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয় করা হয়।
উদ্বোধন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা টিটিসি চত্বরে বেশ কিছু বৃক্ষ রোপণ করেন।
দেশে বেকার সমস্যার সমাধানের লক্ষে কারিগরিতে দক্ষ প্রশিক্ষণ দেয়ার জন্য এ টিটিসিতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি সাপোর্ট টেকিনিশিয়ান, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, ড্রাইভিং উইথ অটোমেকানিক্স, সিভিল কনস্ট্রাকশন, রেফ্রিজারেটর এন্ড এয়ারকিন্ডিশনিং, অটোমেকানিক্স, মেশিন টুলস অপারেশন ও গার্মেন্টস বিষয়ে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়াও এখানে বৈদেশিক ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে বিদেশে দক্ষ শ্রমিক তৈরীতেও কাজ করবে এ টিটিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *