শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ||’হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৫ অক্টোবর শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে পূণরায় একই জায়গায় এসে শেষ হয়।
র‍্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ছামিউল হক।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুকতাদিরুল আহমেদ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হান্নান মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।
এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা সবার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের সুস্থ থাকার জন্য নিরাপদ পানি ও পায়খানা এবং হাত ধোয়ার বিষয়াবলী মানা ছাত্র-ছাত্রীদের এবং তাদের পরিবারকে নিশ্চিত করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *