শেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

শেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ|| শিক্ষকদের দিয়েই শিক্ষার রুপান্তর শুরু এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস ২০২২ পালন করা হয়েছে। ৫ অক্টোবর সন্ধ্যায় নিউমার্কেটস্থ বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির অস্থায়ী কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভায় আয়োজন করেন সংগঠনটি।

এ উপলক্ষে বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মো. মুহসীন আলী আকন্দ এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. জাকির হোসেন এর সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মো. চাঁন মিয়া, রফিকুল ইসলাম মিল্টন, মন্জুরুল ইসলাম, জয়নাল আবেদীন, এমদাদুল হক, মো. রফিকুল ইসলাম, মুশিউর রহমান, শরিফুননাহার শম্পা, তাহমিনা বেগম সাথী, নাসরিন আক্তার প্রমুখ।

এসময় বক্তারা বলেন , সারা বিশ্বে আজ পালন করা হচ্ছে’বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি। শিক্ষকেরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাই বিশ্ব শিক্ষক দিবসের মাধ্যমে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পালন করা হয়। বিশ্বের সকল শিক্ষকের অবদানকে স্মরণ করার জন্য এ দিবসটি পালন হয়ে থাকে। এসময় বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টামন্ডলি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *