শেরপুরে বিপুল ভোটের ব্যবধানে বিদ্রোহী প্রার্থী রুমান জয়ী ||সত্যবয়ান

শেরপুরে বিপুল ভোটের ব্যবধানে বিদ্রোহী প্রার্থী রুমান জয়ী ||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার|| শেরপুর জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমান। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে নির্বাচনের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।

নির্বাচনে বিজয়ী প্রার্থী হুমায়ুন কবীর রুমান মোটর সাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫৪৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল আনারস প্রতিকে পেয়েছেন ১৮৭ ভোট।

আরেক প্রার্থী জাকারিয়া বিষু চশমা প্রতিকে পেয়েছেন ৫ ভোট। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ (একটি)।
এর আগে সোমবার সকাল নয়টা থেকে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলে একটানা দুপুর ২টা পর্যন্ত। জেলার ৫টি উপজেলা পরিষদ মিলনায়তনে ১০ টি ভোট কক্ষে ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ টহলে ছিলেন।

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ সশস্ত্র পুলিশ ও আনসারসহ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিলো। জেলায় ৫টি উপজেলা পরিষদ, ৪টি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে মোট ভোটার ছিল ৭৪৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *