শেরপুরে বিনামূল্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশিক্ষণের উদ্বোধন||সত্যবয়ান

শেরপুরে বিনামূল্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশিক্ষণের উদ্বোধন||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ||শেরপুরে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতাভুক্ত ৬৪টি জেলা শহরে মহিলাদের বিনামূল্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ শুভ উদ্বোধন হয়েছে। ৭ সেপ্টেম্বর সকালে শেরপুর সরকারি কলেজ গেইট সংলগ্ন মাল্টিসিস্টেম কম্পিউটার ট্রেনিং সেন্টারে
ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদ।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মুক্তাদিরুল আহমেদ।

এসময় অন্যান্যদের মধ্যে ডায়নামিক আইটির সিইও আব্দুস সাত্তার রনি, কো-অর্ডিনেটর মো: মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

জানা যায়, প্রশিক্ষণে প্রতি ব্যাচে ৩০ জন করে মহিলা প্রশিক্ষণার্থী অংশ নেবেন এবং যাতায়াত বাড়া বাবদ ২শত করে টাকা দেওয়া হবে।

এ প্রশিক্ষণটি অর্থায়ন করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর এবং প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে প্রিন্স ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি এন্ড হাসপাতাল লিঃ। প্রশিক্ষণের আয়োজন করেছে ডায়নামিক আইটি পরিবারের মাল্টিসিস্টেম কম্পিউটার ট্রেনিং সেন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *