শেরপুরে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

শেরপুরে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার: শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে (ইনডোর) জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ওই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এসময় অন্যান্যের মধ্যে শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজিব উল আহসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম রাসেল, মোঃ সানাউল মোর্শেদ, এস. এম. আল-আমীন, প্রদীপ কুমার দাশ, ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ছেলেদের ১৬টি জুটি ও ১৫ জন সিঙ্গেল দল, মেয়েদের ছয়টি জুটি এবং ছয়টি মিক্সড (একজন ছেলে একজন মেয়ে) দল নক আউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *