শেরপুরে ফ্রি অক্সিজেন সার্ভিস সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার দিলেন মেয়র লিটন -সত্যবয়ান

শেরপুরে ফ্রি অক্সিজেন সার্ভিস সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার দিলেন মেয়র লিটন -সত্যবয়ান

বুলবুল আহম্মেদ:শেরপুরে কোভিড-১৯ মোকাবিলায় রক্তসৈনিক বাংলাদেশ এর ফ্রী অক্সিজেন সার্বিস উদ্যোগকে ফ্রী অক্সিজেন সিলিন্ডার বিতরন করা হয়েছে। ৫ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে শেরপুর পৌরসভার হলরুমে ওইসব সেচ্ছাসেবী সংগঠনের মাঝে ২টি ফ্রী অক্সিজেন সিলিন্ডার তুলে দেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ।

ফ্রী অক্সিজেন সিলিন্ডার বিতরন অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

এসময় মেয়র লিটন ফ্রী অক্সিজেন সার্বিস উদ্যোগকে ২ (দুই)টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। সেইসাথে রক্তসৈনিক বাংলাদেশ এর ফ্রি অক্সিজেন সার্ভিস শেরপুর উদ্যোগ কে স্বাগত জানিয়ে তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

মানবাধিকার কর্মী নূরে আলম চঞ্চল এর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, ফ্রী অক্সিজেন সার্ভিস শেরপুর এর প্রদান সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, রক্তসৈনিক বাংলাদেশ এর উপদেষ্টা মন্ডলী সদস্য ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মোঃ শামীম হোসেন, রক্তসৈনিক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও ফ্রি অক্সিজেন সার্ভিস শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজু প্রমুখ।

এসময় অক্সিজেন সার্বিস উদ্যোগ’র মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলী সদস্য তাহমিনা জলি, রক্তসৈনিক শেরপুর এর সমন্বয়ক আশরাফুল আলম, আশরাফুল ইসলাম, রক্তসৈনিক শেরপুরের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, রক্তসৈনিক ফ্রী অক্সিজেন সার্ভিস শেরপুর এর সদস্য শাকির মাহমুদ, শোয়াইব রহমান, আবু রায়হান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *