শেরপুরে পৌর কর্মচারী সংসদের নতুন সভাপতি রফিকুজ্জামান ঝন্টু-সত্যবয়ান

শেরপুরে পৌর কর্মচারী সংসদের নতুন সভাপতি রফিকুজ্জামান ঝন্টু-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ||উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত শেরপুর পৌর কর্মচারী সংসদের দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তিনবারের সফল সাধারণ সম্পাদক মো. রফিকুজ্জামান ঝন্টু। ৯ডিসেম্বর সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে ভোট গণনা শেষে ৮০ টি ভোটের মধ্যে ৪১ টি ভোট পেয়ে প্রথম বারের মতো (সাইকেল প্রতীক) নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রফিকুজ্জামান ঝন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দি আ. সাত্তার (আনারস প্রতীক) নিয়ে পেয়েছেন ৩২ ভোট। একেএম মোতাসিম বিল্লাহ
(মোমবাতি প্রতীক) নিয়ে পেয়েছেন ৫ ভোট।
এদিকে মোট ৮টি পদের মধ্যে ৭জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেও শুধুমাত্র একটি পদ সভাপতি পদে অনুষ্ঠিত হলো নির্বাচন।
ভোটাররা শতভাগ ভোট প্রয়োগ করলেও তিনটি প্রতীকেই সিল থাকায় ২টি ভোট বাতিল করেন প্রধান নির্বাচন কমিশনার হাসান মাহমুদ সেলিম আলম।

পৌর কর্মচারী সংসদের নির্বাচনকে সুন্দর করতে ভোট গ্রহনের শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, প্যানেল মেয়র-১ মো. নজরুল ইসলাম, প্যানেল মেয়র-২ মো. কামাল হোসেন, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী মো: খোরশেদ আলম, উপ-সহকারী প্রকৌশলী মো: জসিম উদ্দিন, মো: শাহ আলম সরকার, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদির, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো: শরিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুন্দর ভাবে নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার হাসান মাহমুদ সেলিম আলম, সহকারি নির্বাচন কমিশনার সোহরাব হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *