শেরপুরে পূজা উদযাপন পরিষদের খাদ্যবস্ত্র সহায়তা পেলেন ১ হাজার পরিবার -সত্যবয়ান

শেরপুরে পূজা উদযাপন পরিষদের খাদ্যবস্ত্র সহায়তা পেলেন ১ হাজার পরিবার -সত্যবয়ান

বুলবুল আহম্মেদ||শারদীয় দুর্গোৎসব ১৪২৮ উপলক্ষে শেরপুরে অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরন করা হয়েছে। ১১ অক্টোবর সোমবার সকাল ১১ টায় শ্রী শ্রী গোপাল জিউর নাট মন্দির প্রাঙ্গনে ১হাজার নারী পুরুষদের মাঝে এসব বিতরন করা হয়।
খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরন অনুষ্ঠানে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

সংগঠনটির সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন শেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞপিপি এডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. নজরুল ইসলাম, হুইপ কণ্যা ডা. শারমিন রহমান অমি।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা আ.লীগের ধর্ম সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, শহর আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রকাশ দত্ত, শেরপুর সরকারি কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর আহমদ, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক নন্দ সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপিসহ অতিথিগণ।
খাদ্য সামগ্রী মধ্যে ছিলো আড়াই কেজি চাল,
১ কেজি করে ডাল, আলু ও হাফ কেজি লবণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *