শেরপুরে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেরপুরে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : শেরপুরে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন রোববার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। তিনি বলেন, যথাযোগ্য মর্যাদায় জেলায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ, স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ, ঈদ জামায়াতের সময়সূচি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বাজার মনিটরিং, সড়কের উপর পশুর হাট না বসানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম প্রমুখ।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক ড. সুকল্প দাস, শেরপুর জেলা পরিষদ (ভারপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, পাঁচ উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *