শেরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক নেতৃত্বের ভুমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক-সত্যবয়ান

শেরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক নেতৃত্বের ভুমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক-সত্যবয়ান

শেরপুর প্রতিনিধি :আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শেরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক নেতৃত্বের ভুমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শহরের নিউমার্কেট নিপুন কমিউনিটি সেন্টারে নারী এডভোকেসি ফোরাম, নারীর জয় সর্বজয় ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যৌথভাবে এ গোলটেবিলের আয়োজন করে। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান ফাতেমার সভাপতিত্বে গোলটেবিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুর রহমান, শেরপুর ডায়বেটিক সমিতির সভাপতি ও সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ এর রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার। শেরপুর মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী নাগ লক্ষি, মহিলা নেত্রী আঞ্জুমান আরা লিপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা। এছাড়াও বক্তব্য রাখেন ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার, মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম শেরপুর জেলা শাখার সভাপতি বিনয় কুমার সাহা, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, শেরপুর জেলা মহিলা সংস্থার সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার। অনুষ্ঠঅনে মূল প্রবন্ধ পাঠ করে রুমা সাহা। এতে নারী এডভোকেসি ফোরাম আ’লীগ ও বিএনপি ফেলো, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *