শেরপুরে দুর্নীতিবাজ প্রধান শিক্ষিকার বিচারের দাবিতে মানববন্ধন-সত্যবয়ান

শেরপুরে দুর্নীতিবাজ প্রধান শিক্ষিকার বিচারের দাবিতে মানববন্ধন-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ||শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ঘোনাপারা উচ্চ বিদ্যালয়ের বই চুরি মামলার আসামী প্রধান শিক্ষিকা কোহিনুর ফারজানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
৭নভেম্বর রোববার দুপুরে শেরপুর ডিসি গেইট মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর জেলা জাসস এর সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম লিটন,
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মো. আক্তারুজ্জামান, ইকবাল হোসেন, মনিরুজ্জামান মনির, খরশু আল-মামুদ প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা প্রধান শিক্ষিকার বিচার দাবিসহ বর্তমান পারিবারিক ম্যানেজিং কমিটি বাতিলের জোর দাবি জানান।তারা আরো বলেন ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সরকার বিরোধী নাশকতার বিভিন্ন মামলার আসামী নজরুল ইসলাম আসামী হয়েও তারা একতরফা বিদ্যালয়টি নিয়ন্ত্রণে নিয়েছেন। শুধু তাই নয় বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা তার ছোট ভাইয়ের স্ত্রী হওয়ায় তারা মনগড়া অপকর্ম করে যাচ্ছেন।
তাই পারিবারিক কমিটি বিলুপ্ত করে একটি স্বচ্ছ কমিটি করার জোর দাবি জানান।

উল্লেখ্য -গত ৮ সেপ্টেম্বর এলাকাবাসী এক ইজিবাইকসহ ১৭বস্তা বই আটকিয়ে পুলিশের হাতে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *