শেরপুরে ডিবি’র অভিযানে ১৯জুয়ারি গ্রেফতার|| সরঞ্জাম উদ্ধার-সত্যবয়ান

শেরপুরে ডিবি’র অভিযানে ১৯জুয়ারি গ্রেফতার|| সরঞ্জাম উদ্ধার-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ||শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের রাতব্যাপী অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামসহ ১৯ জুয়ারিকে গ্রেফতার করেছে। ২৫ আগষ্ট বুধবার ভোররাতে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন থেকে জুয়া খেলা অবস্থায় ওই ১৯জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত জুয়ারিরা হলো- শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভেলুয়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে শহিদুল ইসলাম (৩৮), মৃত শুকুর আলীর ছেলে মোঃ বাবুল মিয়া (৩৮),মৃত বাবর আলীর ছেলে লাল মিয়া (৩৮), শামসুল হক মন্ডল এর ছেলে হেলাল মিয়া (৩৫),মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে শহিজল (৩৭), তিনানী ভেলুয়া এলাকার হানিফ উদ্দিন এর ছেলে ফরসা মিয়া (৩৮), ভেলুয়া পূর্বপাড়া এলাকার আব্দুল করিম এর ছেলে রিদয় (২১), বাশকাবাইদ এলাকার মৃত তরিফ উদ্দিন এর ছেলে বনিছ (৩৮), আমদাবাড়ি এলাকার মৃত জামাল উদ্দিন এর ছেলে উকিল উদ্দিন (৩৮), বাহাদুর মিয়ার ছেলে মোঃ মনির (২৫), টাংগার পাড়া এলাকার মৃত নায়েব আলীর ছেলে আব্দুল করিম (২৫), দহেরপাড় এলাকার মৃত তোতা মিয়ার ছেলে কুব্বাত আলী (২৫), চকবন্দী এলাকার ইসমাইল হোসেন এর ছেলে হাতেম আলী (৩৯), সামদাবাড়ি এলাকার মৃত সামাদ এর ছেলে আহিমুদ্দিন (৭০),বৈষ্ণবেরচর এলাকার শরিফ উদ্দিন এর ছেলে বিল্লাল হোসেন (৩৭),মৃত বশির উদ্দিন এর ছেলে শিবলু (২৩), ভেলুয়া জষ্টিপাড়া এলাকার মৃত শুকুর মাহমুদ এর ছেলে নুরু মিয়া (২৮), টাংগারপাড়া এলাকার মৃত ফুল মাহমুদ এর ছেলে সফিকুল ইসলাম (৩৫), আব্দুস সাত্তার এর ছেলে মিন্টু মিয়া (৩২)।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার ডিবির উপ পুলিশ-পরিদর্শক এসআই আজিজুল হক, এসআই আজিজুল হাসান, এসআই জুয়েল রানা সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের আবুল কালাম এর নির্মাণাধীন বাড়িতে অভিযান পরিচালনা করেন। পরে সেখানে জুয়া খেলা অবস্থায় ১৯ জনকে হাতেনাতে গ্রেফতার ও খেলার সরঞ্জাম উদ্ধার করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি মোঃ রেজাউল হক জানান,গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম সেখানে গিয়ে জুয়া খেলা অবস্থায় সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করেন। পরে তাদের নামে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে ধৃত জুয়ারিদের আদালতে সোপর্দ করা হয়েছে৷ জুয়া, মাদক সহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *