শেরপুরে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

শেরপুরে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুর জেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বুধবার জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ শেরপুর জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এসময় তিনি বলেন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্রেতা, বিক্রেতা ও উৎপাদনকারীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিরাপদ খাদ্য বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও তিনি জেলা পর্যায়ের সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, শেরপুর নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল আলম, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো, জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাপ্তাহিক দৃশ্যপট’র প্রকাশক সম্পাদক মো. সাদুজ্জামান সাদী, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, নকলা উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, শেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ, জেলা সহকারী তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমানসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *