শেরপুরে জামাত সন্দেহে গ্রেফতার ১৭-সত্যবয়ান

শেরপুরে জামাত সন্দেহে গ্রেফতার ১৭-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা শহরের পৌরসভার বাগবাড়ী মহল্লায় দারুস শিফা হাসপাতালের ৯নং কক্ষে একটি মিটিং চলাকালে ১৮ অক্টোবর সোমবার বিকেল সোয়া ৩টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শেরপুর সদর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে জামায়াত সন্দেহে ১৭ জনকে ২৩টি মোবাইল ফোন সেটসহ সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তারা হলেন- ঝিনাইগাতী উপজেলার মোঃ আঃ বারীর ছেলে আঃ রউফ (৪০), শেরপুর পৌরসভার বাগরাকসা মহল্লার মৃত মিয়ার উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০), সজবরখিলা মহল্লার মৃত নবাব আলীর ছেলে মোঃ সামস উদ্দিন (৬০), মৃত আঃ রহমানের ছেলে মোঃ আনিসুর রহমান (৫০), মৃত মোজাফ্ফর আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৫২), সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের জঙ্গলদী গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৫৪), পৌরসভার কান্দাপাড়া মহল্লার মৃত সোহরাব হোসেনের ছেলে বুলবুল আহম্মেদ (৫৫), দিঘারপাড় মহল্লার মৃত আমানুল্লাহ খানের ছেলে আঃ মোনাফ খান (৪৮), গাজীরখামার খরখড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে গোলাম কিবরিয়া (৩৬) সহ ১৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে যাওয়া হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে শেরপুর সদর থানার পুলিশ সোমবার বিকেলে শেরপুর পৌরসভার বাগবাড়ী মহল্লার দারুস শিফা হাসপাতালের ৯নং কক্ষে যৌথ অভিযান চালায়। এসময় গোপন বৈঠক করার সময় জামায়াত সন্দেহে ১৭ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।
এব্যাপারে পুলিশ ওই ১৭ জনের খোঁজখবর এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *