শেরপুরে জমে উঠেছে ৩ দিনব্যাপী পিঠা উৎসব

শেরপুরে জমে উঠেছে ৩ দিনব্যাপী পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার: শেরপুরে জমে উঠেছে ৩দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব। শহরের জেলা শিল্পকলা একাডেমি অঙ্গনে আয়োজিত ওই উৎসবের ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দ্বিতীয় দিনে স্টলগুলোতে নারীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

বুধবার বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত ওই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। শুক্রবার সন্ধ্যায় এ উৎসবের আনুষ্ঠানিক সমাপনী হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক পত্নী তানজিমাতুন সাদিকা, পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক মো. হায়দার আলী, এনডিসি সানাউল মোর্শেদ, জেলা কালচারাল কর্মকর্তা মো. আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য, জাতীয় পিঠা উৎসবে ১৫ জন পিঠা শিল্পীর আয়োজনে ১০ স্টল বসেছে। এতে বাহারি রকমের পিঠা পরিবেশন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *