শেরপুরে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

শেরপুরে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের বড়ডুবি বিলে অসাধু জেলেরা অবৈধভাবে মাছ ধরার সময় আটক ২৮টি চায়না দুয়ারী জাল ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিদের্শে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, নকলা উপজেলার পাঠাকাটা বড়ডুবি বিলটি মৎস্য চাষের জন্য স্থানীয় আতিকুর রহমানসহ তার সহযোগিরা নকলা উপজেলা নির্বাহী অফিস থেকে ৩ বছরের জন্য ইজারা বন্দোবস্ত নেয়। এদিকে ওই বিলের আশপাশের কতিপয় অসাধু মৎস্য শিকারীরা গত ২৩ নভেম্বর ওই বিলে চায়না দুয়ারী জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের সময় ইজারাদার নকলা থানায় খবর দেয়। এসময় নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব সঙ্গীয় ফোর্সসহ ওই বিল থেকে ২৮টি চায়না দুয়ারী জাল জব্দ করেন। পরে ১২ ডিসেম্বর মঙ্গলবার শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানার উপস্থিত আদালতের পাশে আগুণ দিয়ে পুড়িয়ে জাল গুলো ধ্বংস করা হয়। এসময় কোর্ট ইন্সপেক্টর খন্দকার শহীদুল হকসহ আদালতের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *