শেরপুরে গোয়েন্দা সংস্থার ভেজাল বিরোধি অভিযান|| দু’জনের কারাদন্ড-সত্যবয়ান

শেরপুরে গোয়েন্দা সংস্থার ভেজাল বিরোধি অভিযান|| দু’জনের কারাদন্ড-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ:শেরপুরে সদর উপজেলার ১নং কামারেরচর ইউনিয়নে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ভেজাল বিরোধি অভিযান পরিচালিত হয়েছে। ৪ আগষ্ট বুধবার সকালে ৩ঘন্টা ব্যাপী সাহাব্দীরচর (দশানীপাড়া) এলাকায় গুড়ের কারখানায় অভিযান চালায়। এসময় ওই দুই গুরের কারখানায় অভিযানে ২জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে শাজল মিয়া(৪০)কে ৩ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা, আব্বাস আলী(৩৭) কে ৩ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান।

এনএসআই সূত্রে জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই শেরপুর এর ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালিত হয়। পরে অভিযান পরিচালনা করে কারখানায় দুই মালিককে আটক করা হয়। পরে অভিযান পরিচালনা করে ভেজাল কেমিক্যাল ও গুড় উদ্ধার করে পরবর্তী তা ধ্বংস করা হয়। এ ঘটনায় ওই দুই কারখানার মালিক জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাদের পরোয়ানা মূলে কারাগারে পাঠান নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান।
এসময় অভিযান পরিচালনাকালে এনএসআই’র কর্মকর্তা ও পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *