শেরপুরে ইউ‌পি নির্বাচ‌নে শেষ হলো ভোট গ্রহণ, চল‌ছে গণনা-সত্যবয়ান

শেরপুরে ইউ‌পি নির্বাচ‌নে শেষ হলো ভোট গ্রহণ, চল‌ছে গণনা-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার||দ্বিতীয় ধা‌পে শেরপুর সদর উপ‌জেলার ১৪‌টি ইউ‌নিয়‌ন প‌রিষদ নির্বাচনে ধাওয়া পাল্টা ধাওয়া ও কিছু বিশৃঙ্খলা ঘটনার ম‌ধ্যে দিয়ে শেষ হ‌য়ে‌ছে ভোট গ্রহণ। এখন চল‌ছে ভোট গণনা।

এর আ‌গে সকাল ৮টা থে‌কে সুষ্ঠভা‌বে ভোট গ্রহণ চল‌লেও বেলা বাড়ার সা‌থে সা‌থে আ’লী‌গ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক এবং মেম্বারের সমর্থকদের সা‌থে থে‌মে থে‌মে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে।

ত‌বে বিশৃঙ্খলা ঠেকাতে পু‌লিশ ৩০ রাউন্ড ফাঁকা গু‌লি ছুঁ‌ড়ে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক রা‌খে। এসময় ১৭জন আহত হয়। পাশাপা‌শি ৫‌টি কেন্দ্রে ভোট স্থ‌গিত ক‌রা হয়।

এবারের নির্বাচনে ৪৩জন চেয়ারম্যান, ৫৩৪জন ইউপি সদস্য ও ১৯৬জন সংরক্ষিত নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ত‌বে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তিন ইউ‌পির বর্তমান চেয়ারম‌্যানরা জয়ী হ‌য়ে‌ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *