শেরপুরে ‘আমার বঙ্গবন্ধু’ গেইমিং অ্যাপ্স ইনস্টল করলেন হুইপ আতিক-সত্যবয়ান

শেরপুরে ‘আমার বঙ্গবন্ধু’ গেইমিং অ্যাপ্স ইনস্টল করলেন হুইপ আতিক-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার || মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ‘বিএনসিসি’র তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য সংগ্রামী জীবন ও আদর্শকে তরুন প্রজন্মের কাছে ডিজিটাল প্লাটফর্মে তুলে ধরার জন্য মোবাইল গেইমিং অ্যাপ্স এর কার্যক্রম শুরু হয়েছে শেরপুরে।
১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে শহরের থানা মোড় চত্বরে এ কার্যক্রম পরিদর্শন ও অ্যাপ্স ইনস্টল করেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আতিউর রহমান আতিক এমপি।
এসময় সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবতোষ কুমার নিয়োগী, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, বিএনসিসি প্লাটুন কমান্ডার সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী, সহ বিভিন্ন স্তরের জনসাধারণ তাদের নিজস্ব মোবাইলে ‘আমার বঙ্গবন্ধু’ গেমিং অ্যাপ্সটি ইনস্টল করে নেন।
সেই সাথে আগামী ২২ ফেব্রæয়ারী পর্যন্ত সর্বসাধারণের মোবাইলে অ্যাপ্সটি ইনস্টল করার জন্য শহরের গুরুত্বপূর্ন ৬ টি পয়েন্টে শেরপুর সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ ও সরকারী ভিক্টোরিয়া একাডেমীর বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা এ কার্যক্রম চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *