শেরপুরে আন্ত:উপজেলা ফুটবল উদ্বোধন : নকলা জয়ী-সত্যবয়ান

শেরপুরে আন্ত:উপজেলা ফুটবল উদ্বোধন : নকলা জয়ী-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার||মুজিব শতবর্ষ উপলক্ষে শেরপুরে বঙ্গবন্ধু আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে ১৬ নবেম্বর মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় নকলা উপজেলা দল টাইব্রেকারে ৪-৩ গোলে নালিতাবাড়ী উপজেলা দলের বিরুদ্ধে জয়লাভ করেছে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমিমাংসিত ছিলো। আক্রমন-পালটা আক্রমণে জমজমাট খেলাটি ১০ মিনিটের মাথায় ফরোায়ার্ড সোহেল রানার গোলে নকলা উপজেলা দল এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায় ডি-বক্সে ফাউল করায় নকলার বিরুদ্ধে পেনাল্টিতে গোল করে নালিতাবাড়ীর আনিস খেলায় সমতা ফেরান। উভয় দলের ফরোয়ার্ডদের গোল মিসের মহড়ায় আর কোন গোল না হওয়ায় টাইব্রেকারে খেলার নিস্পত্তি করা হয়। টাইব্রেকারে নকলার খেলোয়াড়রা ৪টি গোল করলেও একটি শট নালিতাবাড়ীর গোলকিপার ফিরিয়ে দেয়। অপরদিকে নালিতাবাড়ীর তিনজন গোল করলেও শেষ শটটি প্রতিপক্ষের গোলকিপার ধরে ফেলেন এবং আরেকটি শট বাইরে মেরে সুযোগ নষ্ট করেন।
এর আগে ফেস্টুন এবং শান্তির প্রতীক শ্বেত কপোত উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ হিসেবে । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী। এসময় স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলাশেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ শহরের নিউমার্কেটের রংধনু ডিজিটাল পয়েন্ট স্বত্ত্বাধিকারি মো. মমিনুল ইসলামের সৌজন্যে ‌‌ম্যান অব দি ম্যাচ’ পুরষ্কার নকলার গোলদাতা সোহেল রানার হাতে তুলে দেন । জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির আয়োজনে বঙ্গবন্ধু আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে জেলার ৫ উপজেলা দল নকআউট ভিত্তিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *