শেরপুরে অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু||সত্যবয়ান

শেরপুরে অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করার পর সারাদেশের ন্যায় শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ ২৮ মে শনিবার দুপুরে শেরপুর জেলা শহরের বিভিন্নস্থানে গড়ে উঠা অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে দেশব্যাপী ৭২ ঘণ্টার মধ্যে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোর মধ্যে সরকারি নিয়ম-কানুন না মেনে এবং সঠিক কাগজপত্র নেই সে গুলোকে বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টচার্য্য এর নেতৃত্বে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, মেডিকেল অফিসার ডা. মো. আসমাউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স অভিযান শুরু করে। অভিযানের প্রথম দিনে বেশি কয়েক হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে।
এব্যাপারে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টচার্য্য বলেন, শনিবার দুপুর থেকে প্রথমে জেলা শহরের অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু করা হলো এবং সেই সাথে জেলাসহ পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক গুলোতে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *