শেরপুরে অগ্রণী ব্যাংক’র ইসলামী ব্যাংকিং উইন্ডো’র উদ্বোধন||সত্যবয়ান

শেরপুরে অগ্রণী ব্যাংক’র ইসলামী ব্যাংকিং উইন্ডো’র উদ্বোধন||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ|| অগ্রণী ব্যাংক লিমিটেড’র ইসলামী ব্যাংকিং উইন্ডো শেরপুর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ২৩ অক্টোবর রোববার সন্ধ্যায় ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রধান অতিথি অগ্রণী ব্যাংক লিমিটেড’র ঢাকা সার্কেল-১ ও ময়মনসিংহ সার্কেল’র মহাব্যবস্থাপক এ.কে এম শামীম রেজা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম রেজা বলেন, বর্তমান সময়ে অর্থনীতির সম্মৃদ্ধিতে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ইসলামিক ব্যাংকিং উইন্ডো অন্যরকম গুরুত্ব বহন করে। অগ্রণী ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইন্ডো’ গ্রাহককে সেবা প্রদান করবে।

তিনি আরও বলেন, অগ্রণী ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইন্ডো‘ এর লক্ষ্যই হলো একটি কল্যাণমুখী অর্থনীতি গড়ে তোলা।

অগ্রণী ব্যাংক শেরপুর অঞ্চল’র সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক লিমিটেড’র হেড অব ইসলামী ব্যাংকিং ইউনিট’র উপ-মহাব্যবস্থাপক মো. নুরুল ইসলাম।

এসময় সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. শরিফ হাসান সরকার এর সঞ্চালনায় অগ্রণী ব্যাংক লিমিটেড’র প্রিন্সিপাল অফিসার ফারুক আহমেদ, গ্রাহকদের মধ্য থেকে ফারক আহম্মেদ, মাহমুদুল হাসান মুক্তা, আব্দুর রাজ্জাক, ও মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় অগ্রণী ব্যাংক লিমিটেড শেরপুর শাখার ব্যবস্থাপক সুমন চন্দ্র কর্মকারসহ অগ্রণী ব্যাংক’র কর্মকর্তা কর্মচারী, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *