শেরপুরের নালিতাবাড়ীতে বিদেশী মদসহ গ্রেপ্তার-১||সত্যবয়ান

শেরপুরের নালিতাবাড়ীতে বিদেশী মদসহ গ্রেপ্তার-১||সত্যবয়ান

মুহাম্মদ আবু হেলাল,ঝিনাইগাতী সংবাদদাতা:শেরপুরের নারিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া বাজার থেকে মো. মনিরুজ্জামান মনির (৩৪)নামে এক মাদক ব্যবসায়ীকে ৯৫ বোতল বিদেশী মদ সহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। ২৩ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ ঘটিকার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান মনির ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া দক্ষিণপাড়া গ্রামের আনার আলীর ছেলে।

র‍্যাব-১৪, জামালপুর সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন ধোপাকুড়া বাজারস্থ জনৈক মো. শফিকুল ইসলামের ভাই ভাই এন্টারপ্রাইজের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ভারতীয় মদ সহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ৪৭হাজার ৫শত টাকা। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামী মো. মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে মাদক আইনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *