শেরপুরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পরিষদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান-সত্যবয়ান

শেরপুরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পরিষদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ|| ৪দফা দাবি বাস্তবায়নের লক্ষে শেরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। ১৫ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১ টায় শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে শিক্ষা মন্ত্রণালয় ৪ বছরের ডিপ্লোমা কোর্সের মেয়াদ ৩ বছর করার উদ্যোগ বন্ধ করতে হবে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা এর জনস্বার্থ বিরোধী সংঙ্গা ধারা-উপধারাসহ সংশোধন করতে হবে, ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ ৪ দফা বাস্তবায়ন করতে হবে।

মানববন্ধন শেষে সংগঠনটির নেতারা জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর মাধ্যমে ৪টি মন্ত্রণালয় বরাবর স্মারক লিপি প্রদান করেন।

মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনীয়ারিং পেশাজীবী সংগ্রাম পরিষদ শেরপুর জেলা শাখার আহ্বায়ক শামীম আহম্মেদ, সদস্য সচিব মোঃ মোরশেদ আলম, জেলা আই.ডি.ই.বি কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান, সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *