শেরপুরের ঝিনাইগাতী রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত -সত্যবয়ান

শেরপুরের ঝিনাইগাতী রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত -সত্যবয়ান

ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি: “কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরের ঝিনাইগাতী রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

৩ ডিসেম্বর শুক্রবার সকালে ঝিনাইগাতী রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ও অভিভাবক এবং শিক্ষকদের সমন্বয়ে এক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালী শেষে বিদ্যালয়ের সভাপতিও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ফজিলা খাতুন শারমিন। সিনিয়র সহকারী শিক্ষক এবিএম রাজিকুর রহমান, সহকারী শিক্ষক মেহেদী হাসান মিন্টু, কমিটির দাতা সদস্য আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকগণ। আলোচনা সভা ও র‌্যালীর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়। এসময় প্রতিবন্ধী শিক্ষার্থীসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *