শেরপুরের ঝিনাইগাতীতে ভূমিহীন পরিবারের মধ্যে জমি সহ ঘরের কাগজপত্র হস্তান্তর

শেরপুরের ঝিনাইগাতীতে ভূমিহীন পরিবারের মধ্যে জমি সহ ঘরের কাগজপত্র হস্তান্তর

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি। শেরপুরের ঝিনাইগাতীতে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পেল গৃহহীন পরিবার। ২০ জুন রোববার সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হলদীগ্রাম আশ্রয়ন প্রকল্পের ২৫ পরিবারের হাতে ঘর ও জমির কবিলিয়ত হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহান জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর জেলা শাখার সভাপতি শেরপুর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি বেরিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম, শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিজ্ঞ পিপি চন্দন কুমার পালসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং উপকারভোগীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *