শেরপুরের ঝিনাইগাতীতে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান।

শেরপুরের ঝিনাইগাতীতে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান।

মোহাম্মদ দুদু মল্লিক: শেরপুরের ঝিনাইগাতীতে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামালের নিকট স্মারকলিপি প্রদান করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। ২৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের হাতে এ স্মারকলিপি তুলে দেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে এ স্মারক লিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেনীর কর্মচারী পরিষদ উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান নীহার, সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ হেকমত আলী, মোঃ ফনিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ কাকন মিয়াসহ কর্মচারী পরিষদের অন্যান্য সদস্যগণ। এসময় তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সদস্যরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অবহেলা ও অবজ্ঞা করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। তারা অবিলম্বে ৫ দফা দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তাদের ৫ দফা দাবিগুলো হলো-১১তম গ্রেডে বেতন প্রদান, পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, চাকরিবিধি অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ, কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সরকারি কর্মচারীদের মতো পদোন্নতি প্রদান, সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *