শেরপুরের গারো পাহাড়ে বন্যহাতি হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন-সত্যবয়ান

শেরপুরের গারো পাহাড়ে বন্যহাতি হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার||শেরপুরের শ্রীবরদীতে গারো পাহাড়ে বন্যহাতি হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর শুক্রবার দুপুরে সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশথর আয়োজনে উপজেলার চৌরাস্তা মোড়ে ‘বন্যপ্রাণীর প্রতি সহিংসতা রুখোথ শ্লোগানকে সামনে রেখে প্রায় ঘণ্টাব্যাপী ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান আ. ন. ম. মোয়াজ্জেম হোসেন। ওইসময় তিনি বলেন, শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্ব, এটার জন্য সোলার ফেন্সিংয়ের নামে প্রতারণা করা হয়েছে। এতে বিশ্ব ব্যাংকের হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। বন বিভাগ মানুষকে সচেতন করছে না। তারা বনের ভেতরে জমি লিজ দিয়ে পাহাড়ের বিভিন্ন জায়গায় ক্ষেত-খামার করেছে। এতে বনের ইকো সিস্টেম নষ্ট হয়ে গেছে।

বনের মধ্যে যেসব গাছ থাকার কথা সেসব গাছ নেই, বন্য প্রাণীর কোনো খাবার নেই। এজন্য হাতি লোকালয়ে নেমে আসছে। পাশাপাশি হাতির জায়গায় মানুষরা দিন দিন দখল করে নিচ্ছে। হাতির মানুষের দ্বন্দ্বের এটাই কারণ। আর মানুষ না জেনেই এসব বন্য প্রাণী হত্যা করছে। বন্যপ্রাণী রক্ষার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।

সংগঠনটির শেরপুর জেলা শাখার সভাপতি গোলাম কবির লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এশিয়ার অন্যতম ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার অ্যান্ড ফটোগ্রাফার আদনান আজাদ আসিফ, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের জামালপুর জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, যুগ্ম আহবায়ক সাংবাদিক রাশেদুল ইসলাম রনি প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী আলম রনি।

পরে শ্রীবরদীর হাতি হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে ঝিনাইগাতী উপজেলায় মানববন্ধন করা হয়। ওই সময় বক্তারা সারাদেশে পরিকল্পিতভাবে অব্যাহত বন্যপ্রাণীসহ হাতি হত্যার প্রতিবাদ জানান। পাশাপাশি শ্রীবরদীতে পরিকল্পিতভাবে হাতি হত্যাকারীদের শাস্তির দাবি ও বন আইন বাস্তবায়নের জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *