শিক্ষা সচিবের বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় পরিদর্শন-সত্যবয়ান

শিক্ষা সচিবের বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় পরিদর্শন-সত্যবয়ান

মোঃ আব্দুল গফুর,ক্যাম্পাস প্রতিনিধি||জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) পরিদর্শন করেছেন শিক্ষা সচিব জনাব মো. মাহবুব হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন শিক্ষা সচিব। পরে ক্যাম্পাসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

এ সময় শিক্ষা সচিব জনাব মো. মাহবুব হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ছাত্র-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে মনোনিবেশ করতে হবে।

প্রতিষ্ঠার তিনবছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ চলমান কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা উল্লেখ করেন সচিব।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এ সময় তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিকমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রূপে গড়ে তোলার কথা পুনর্য্বক্ত করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বশেফমুবিপ্রবি কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ আবদুল মাননান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ সার্বিক কার্যক্রম তুলে ধরেন। এ সময় বিজ্ঞান অনুষদের ডিন সুশান্ত কুমার ভট্টাচার্য, জামালপুরের জেলা প্রশাসক জনাব মুর্শেদা জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষা সচিবকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক ক্রেস্ট প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। মতবিনিময় সভা শেষে শিক্ষা সচিব বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত অস্থায়ী একাডেমিক ভবনসহ ক্যাম্পাস ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *