শতাধিক অসহায় নারী পুরুষ পেলেন লেডিস ক্লাবের ঈদ উপহার||সত্যবয়ান

শতাধিক অসহায় নারী পুরুষ পেলেন লেডিস ক্লাবের ঈদ উপহার||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ ||পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে শতাধিক অসহায় দুস্থদের মাঝে ইফতার ও ঈদের খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে লেডিস ক্লাবের আয়োজনে কালেক্টরেট ইনোভেটিভ স্কুল প্রাঙ্গনে এসব বিতরন করেন লেডিস ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া।

এসময় পুলিশ সুপার পত্নী কাজী মুনালিসা মারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ফরিদা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, সহকারী কমিশনার ভূমি তনিমা আফ্রাদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিতরনকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো, আতব চাউল, সেমাই, চিনি, প্যাকেট দুধ, সুলা বুট, সুজি।

এব্যাপারে লেডিস ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া বলেন, সারাদিন রোজা শেষে অন্তত ইফতারে যেন তারা শান্তিমতো দু’মুঠো খেতে পারে এবং ঈদের দিন যেন একটু ভাল মানের খাবার খেতে পারে এজন্যই এ আয়োজন। আমরা চেষ্টা করেছি ছিন্নমূলদের পাশে দাড়াতে। সংগঠনের পক্ষ হতে সাধ্যমতো আমরা ছিন্নমূলদের সহায়তা করে যাচ্ছি। ঈদে আবারও তাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *