লকডাউনের প্রথম দিনেই ২জন করোনা রোগীর মৃত্যু|| নতুন সনাক্ত ৪১

লকডাউনের প্রথম দিনেই ২জন করোনা রোগীর মৃত্যু|| নতুন সনাক্ত ৪১

সরকার ঘোষিত চলমান লকডাউনের ১ম দিনেই শেরপুরে ২জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন। এনিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১হাজার ৯৪ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯শত ৭জন। মোট মৃত্যু বরণ কারী রোগীর সংখ্যা দাড়ালো ৩২ জনের।

বৃহস্পতিবার করোনায় মৃত্যু বরণকারীরা হলো, শেরপুর পৌরসভার গৌরিপুর মহল্লার বাসিন্দা কাজী নজরুল ইসলাম (৬২) ও ভীমগন্জ এলাকার রঘুনাথপুর এলাকার শামসুল হক (৭৫)।

এদিকে জুন মাসে সর্বোচ্চ করোনা রোগী ৬শত ৩০ জন সনাক্ত হয় আর মৃত্যু বরণের সংখ্যাও বেড়েছে অনেক। যা ১বছর ২মাসে যে পরিমান আক্রান্ত ও মৃত্যু বরণ করেছেন তার চেয়ে কয়েকগুণ বেশি হয়েছে গেলো গত জুন মাসে।

তবে লকডাউনে মানুষ যদি ঘরে থাকেন এবং সঠিক নিয়ম মেনে চলেন তাহলে আক্রান্তের হার অনেকটাই কমে যাবেন বলে ধারনা করছেন সিভিল সার্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *