রৌহা বিলে মাছের পোনা অবমুক্ত করল রোটারী ক্লাব অব শেরপুর-সত্যবয়ান

রৌহা বিলে মাছের পোনা অবমুক্ত করল রোটারী ক্লাব অব শেরপুর-সত্যবয়ান

মলয় মোহন বল||৬ সেপ্টেম্বর রোটারী ক্লাব অব শেরপুর ইকোনমিক ডেভেলপমেন্ট ইন কম্যুনিটি এরিয়া অব ফোকাস এর আওতায় পাকুরিয়া তিলকান্দি এলাকার মৎসজীবীদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ প্রজেক্ট নিয়ে পাকুরিয়া রৌহা বিলে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করে। বিকেলে ভাটিয়াপাড়া মসজিদ প্রাঙ্গনে ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব ডা. সুরুজ্জামান মিয়া এমপিএইচএফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মৎসজীবী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাঝে বক্তব্য রাখেন অনুষ্ঠানে । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান বিনয় কুমার সাহা এমপিএইচএফ, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ডা. রতন চন্দ্র দাস, প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ সাদুজ্জামান সাদী পিএইচএফ, ক্লাব সার্ভিস প্রজেক্ট চেয়ার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মলয় মোহন বল পিএইচএফ, রোটারিয়ান মলয় চাকী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মনির উদ্দিন আহমেদ, রোটারিয়ান শামসুন্নাহার কামাল, রোটারিয়ান এড. ফারহানা পারভীন মুন্নী, রোটারিয়ান নাজমুল আলম প্রমূখ। পরে রোটারিয়ানবৃন্দ নৌকায় বিলের মাঝখানে গিয়ে মাছের পোনা অবমুক্ত করেন। সার্ভিস প্রজেক্ট চেয়ার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মলয় মোহন বল এমপিএইচএফ জানান, এ পর্যায়ে এলাকার মৎসজীবীদের আয় বৃদ্ধির লক্ষ্যে শেরপুর রোটারী ক্লাব থেকে এ বিলে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হলো। উল্লেখ্য, মাছের পোনা সরবরাহ সহ এ প্রজেক্টের টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মোঃ সাদুজ্জামান সাদী পিএইচএফ এবং প্রজেক্টটি বাস্তবায়নে ছিলেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মনির উদ্দিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *