রোটারি ক্লাব অব শেরপুরের নতুন প্রেসিডেন্ট  ডা. সুরুজ্জামান ও সেক্রেটারি ড. রতন চন্দ্র দাস

রোটারি ক্লাব অব শেরপুরের নতুন প্রেসিডেন্ট ডা. সুরুজ্জামান ও সেক্রেটারি ড. রতন চন্দ্র দাস

স্টাফ রিপোর্টার:২০২১-২২ রোটাবর্ষে ১লা জুলাই রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট হিসেবে আলহাজ্ব ডা. মো. সুরুজ্জামান পিএইচএফ এবং অনারারি সেক্রেটারি হিসেবে ডা. রতন চন্দ্র দাস আরএফএসএম দায়িত্ব গ্রহণ করেছেন। ২০২০-২১ বর্ষের বিদায়ী প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা এমপিএইচএফ ও সেক্রেটারি মোঃ সাদুজ্জামান সাদী নতুন প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে অভিনন্দন জানিয়ে তাদের সময়কালীন কার্যক্রমের সফলতা কামনা করেন। রোটারি ক্লাব অব শেরপুর ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়ে ৩৬ বছর যাবত শেরপুরে দরিদ্র অসহায় মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। রোটারি ইন্টারন্যাশনালের বৃহত্তম রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশ এর নিয়ন্ত্রণে রোটারি ক্লাব অব শেরপুরের বর্তমানে ৩৭ জন মেম্বার রয়েছে। প্রেসিডেন্ট আলহাজ্ব ডা. মো. সুরুজ্জামান পিএইচএফ এবং অনারারি সেক্রেটারি ডা. রতন চন্দ্র দাস সকলের সহযোগিতা কামনা করে জানান, “রোটারি ইন্টারন্যাশনালের বর্তমান প্রেসিডেন্ট শেখর মেহতার এবছরের শ্লোগান হলো Every One Bring One এবং Do More Grow More. রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশের বর্তমান গভর্নর ব্যারিস্টার মুত্তাসিম বিল্লাহ ফারুকী এই শ্লোগানকে বাস্তবায়িত করতে বেশ কিছু প্রায়োরিটি প্রজেক্ট হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় শেরপুরেও সুরেন্দ্র মোহন মডেল স্কুলে নির্মিত হবে মেয়ে শিক্ষার্থীদের জন্য রোটারি কমফোর্ট সেন্টার। এছাড়াও অসহায় মানুষের জীবন মান উন্নয়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, কৃষকদের সার বিতরণ, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ বিতরণ ইত্যাদি প্রজেক্ট বাস্তবায়ন করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *