যুক্তরাজ্যে ‘ম্যাড কাউ রোগ শনাক্ত-সত্যবয়ান

যুক্তরাজ্যে ‘ম্যাড কাউ রোগ শনাক্ত-সত্যবয়ান

আন্তর্জাতিক ডেস্ক । এনসেফালোপ্যাথি (বিএসই) রোগে আক্রান্ত হয়ে একটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। এ রোগটি সাধাণত ‘ম্যাড কাউথ নামে পরিচিত।

যুক্তরাজ্যের অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট হেলথ এজেন্সি (এপিএইচএ) জানিয়েছে, মৃত প্রাণীটিকে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সোমারসেটের খামার থেকে সরিয়ে ফেলা হয়েছে। ফলে খামারটিতে এখন আর নিরাপত্তার ঝুঁকি নেই।

এপিএইচএর প্রধান ভেটেরিনারি কর্মকর্তা ক্রিস্টিন মিডলমিস বলেন, ‘ম্যাড কাউ রোগের জন্যে যুক্তরাজ্যের খাদ্য নিরাপত্তার সামগ্রিক ঝুঁকি নিয়ন্ত্রিত রয়েছে। এ রোগে আপাতত জনস্বাস্থ্যে কোনো ঝুঁকি নেই বলেও জানিয়েছেন তিনি।

তবে বিষয়টি নিয়ে আরও তদন্ত করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *