যুক্তরাজ্যে ট্রাকচালকের অভাব|| বহু পেট্রল পাম্প বন্ধ-সত্যবয়ান

যুক্তরাজ্যে ট্রাকচালকের অভাব|| বহু পেট্রল পাম্প বন্ধ-সত্যবয়ান

আন্তর্জাতিক ডেস্ক|| যুক্তরাজ্যে ট্রাকচালকের অভাবে বহু পেট্রল স্টেশন (পাম্প) বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। দেশটির বৃহত্তম তেল কোম্পানি বিপি শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সাময়িকভাবে তাদের এক হাজার ২০০ তেলের পাম্পের মধ্যে কিছু পাম্প বন্ধ করে দিয়েছে। ট্রাকচালকদের অভাবেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে তারা।

আমেরিকান তেল ও গ্যাস করপোরেশন এক্সনমোবিলের ইএসএসও বলেছে, একই কারণে টেস্কো অ্যালায়েন্সের সঙ্গে কাজ করে এমন ২০০ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, তেলের কোনো ঘাটতি নেই। সরকার চালক নিয়োগ দিতে খুব দ্রুতই পদক্ষেপ নিচ্ছে। জনগণকে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *