যশোর রেলওয়ে পক্ষ থেকে পাথর নিক্ষেপ প্রতিরোধ ও সচেনতা লিফলেট বিতরন-সত্যবয়ান

যশোর রেলওয়ে পক্ষ থেকে পাথর নিক্ষেপ প্রতিরোধ ও সচেনতা লিফলেট বিতরন-সত্যবয়ান

কুষ্টিয়া প্রতিনিধি||বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী যশোর রেলওয়ে পক্ষে থেকে গতকাল শনিবার সকালে সাধারন মানুষকে পাথর নিক্ষেপ প্রতিরোধের ব্যাপারে সচেতন করতে লিফলেট বিতরন করেন খুলনা সার্কেল ও যশোর রেলওয়ের কর্মরত নিরাপত্তা বাহিনী এসময় তারা সাধারন মানুষকে রেললাইনের পাথর তুলে ট্রেনকে লক্ষ করে পাথর ছুরে মারলে বা রেললাইন এর পাথর অন্য কোথাও নিক্ষেপ করলে তার বিরুদ্ধে রেল কতৃপক্ষ কি ধরনের আইনে মামলা বা জরিমানা হতে পারে সেবিষয়ে প্রচারণা চালান ও লিফলেট বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন সি আই আরিফ হোসেন,সি আই মনির হোসেন রাহাত ও এস আই বদর উদ্দিন সহ যশোর রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। খুলনা ও যশোর রেলওয়ের কতৃপক্ষ রেলওয়ের পাথর নিক্ষেপের ব্যাপারে বলেন শুধু যশোর খুলনা অঙ্চলে পাথর মারার কারণে গত ২৩ বছরে বেশকয়েক জন নিহত এবং অনেক জন গুরুতর আহত হয়েছে। রেললাইন এর পাথর নিক্ষেপ করলে যে দন্ডবিধি আইনে ১০ বছর সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে এ ব্যাপারে আমরা রেলওয়ের পক্ষ থেকে সাধারন মানুষকে সচেতন করতেই আমাদের এই কাজ। খুলনা সার্কেল রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও যশোর রেলওয়ের কতৃপক্ষ এবিষয়ে যশোর রেল স্টেশন সহ আশপাশের এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে যাতে জনগণ এ বিষয়ে সচেতন হতে পারেন । এই বিষয়ে সি আই মনির ও রাহাত হোসেন বলেন। রেললাইন ও ট্রেনের যাত্রীদের বিশেষ নিরাপত্তা দেওয়া ট্রেনের গুনগত মান নিশ্চিত করার লক্ষে আমরা আছি সব সময়। যাতে কোন ভাবে রেলপথে ভ্রমনের সময় সাধারন যাত্রী নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেই দিকটা রেল কতৃপক্ষ সব সময় খেয়াল রাখবে। যশোর রেলওয়ের এস আই বদর উদ্দিন বলেন। উর্দ্ধোতন কতৃপক্ষের দিকনির্দেশনা অনুযায়ী আমি আমার পক্ষ থেকে যাত্রীদের নিরপত্তা ও যশোর রেলওয়ের সব সাইডের গুরুত্ব সহকারে রেলওয়ের মান বজায় রাখার জন্য কাজ করে যাবো। পাথর নিক্ষেপের বিষয়ে যশোর রেলগেট এলাকার বাসিন্দা ফজলুর রহমান বলেন। আজকে যে ভাবে আমাদের কে যশোর রেলওয়ের লোকজন পাথর নিক্ষেপের বিষয়ে জানালো ও একটি কাজ দিল আমরা এরাকম আগে কখনো দেখিনায়। পাথর মারা এত বড় অপরাধ তা আগে জানতাম না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *