মৃত্যুর দ্বারপ্রান্তে ফিলিস্তিনি বন্দি-সত্যবয়ান

মৃত্যুর দ্বারপ্রান্তে ফিলিস্তিনি বন্দি-সত্যবয়ান

আন্তর্জাতিক ডেস্ক ।ইসরায়েলি কারাগারে ১২০ দিনেরও বেশি সময় ধরে অনশনরত এক ফিলিস্তিনি বন্দির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি চিকিৎসকরা। ইসরায়েলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন পলিসি বা বিনা বিচারে আটক রাখার নীতির প্রতিবাদে কাইদ আল-ফাসফুস নামের ওই ফিলিস্তিনি গত চার মাসেরও বেশি সময় ধরে অনশন করে যাচ্ছেন।

ইসরায়েলের বারজিলাই মেডিকেল সেন্টারে বর্তমানে কাইদের চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্ত জমাট বেঁধে যাওয়ার উপক্রম হয়েছে যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হতে পারে।

এছাড়া অনশনরত এই ফিলিস্তিনি বন্দি অনিয়মিত হার্টবিট, কিডনি সমস্যা ও লো ব্লাড প্রেসারে ভুগছেন। তার শরীরে ভিটামিন ও তরল পদার্থের মারাত্মক ঘাটতিও দেখা দিয়েছে।

ফিলিস্তিনের বন্দিবিষয়ক কমিশন এরই মধ্যে সতর্ক করে দিয়ে বলেছে, কাইদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তিনি যেকোনো সময় মারা যেতে পারেন। ৩৪ বছর বয়সি কাইদ গত ১২৪ দিন ধরে অনশন করছেন। ইসরায়েলি কারাগারে বছরের পর বছর ধরে বিনা বিচারে ফিলিস্তিনি বন্দিদের আটক রাখার প্রতিবাদে তিনি এই অনশন শুরু করেন।

একই রকম প্রতিবাদ জানিয়ে আরো চার ফিলিস্তিনি বন্দি বর্তমানে অনশন চালিয়ে যাচ্ছেন। এই পাঁচজনের মধ্যে কাইদ সবচেয়ে বেশি সময় ধরে অনশনে আছেন। অপর চার অনশনরত ফিলিস্তিনি বন্দি হচ্ছেন আলা আরাজ (৯৮ দিন), হিশাম আবু হাউয়াশ (৮৯ দিন), আইয়াদ হুরেইমি (৫২ দিন) এবং লুয়ায়ি আল-আসগর (৩৪ দিন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *