ভ্রাম্যমান লাইব্রেরীতে কবি আশরাফ আলী চারুর বই||সত্যবয়ান

ভ্রাম্যমান লাইব্রেরীতে কবি আশরাফ আলী চারুর বই||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুর ভ্রাম্যমান লাইব্রেরীতে বই প্রদাণ করলেন শেরপুরের বিশিষ্ট লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, উপন্যাসিক ও কথা সাহিত্যিক আশরাফ আলী চারু। তিনি শুক্রবার রাতে শহরের খরমপুর ৩ রাস্তা মোড়ে ভ্রাম্যমান লাইব্রেরীর কর্মকর্তা তৌহিদ আলমের হাতে তার লেখা শিশুতোষ ছড়ার দেশে পাখির বেশে, টুনটুনির পাঠশালা ও লালপুঁটি ব্যাঙমাসি বই তিনটি তুলে দেন। পরে তিনি বইগুলো শেরপুর কর্নারে স্থান দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন শেরপুরের সিনিয়র সাংবাদিক ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি রফিক মজিদ।
উল্লেখ্য, সাংস্কৃতি মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরী কার্যক্রমের আওতায় ভ্রাম্যমান লাইব্রেরী শেরপুর ইউনিটে সম্প্রতি গ্রহক-পাঠকদের চাহিদার কথা চিন্তা করে এবং সকলে শেরপুরের লেখকদের বই পড়ার প্রতি আগ্রহ স্মৃষ্টির লক্ষ্যে শেরপুর গাঙচিল এ উদ্যোগ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *