ভূমিহীন মুক্ত ঝিনাইগাতী উপজেলা গড়ার নিমিত্ত সর্বসাধারণের অংশগ্রহনে যৌথ সভা||সত্যবয়ান

ভূমিহীন মুক্ত ঝিনাইগাতী উপজেলা গড়ার নিমিত্ত সর্বসাধারণের অংশগ্রহনে যৌথ সভা||সত্যবয়ান

মুহাম্মদ আবু হেলাল,ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন মুক্ত ঝিনাইগাতী উপজেলা গড়ার নিমিত্ত সর্বসাধারণের অংশগ্রহনে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব্য) তোফায়েল আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, ওসি(তদন্ত) আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী,বীর মুক্তিযুদ্ধা শামসুল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগে সভাপতি আয়শা সিদ্দিকা রুপালী, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম,
আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বাচ্চু, ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ আবুল হাসেম প্রমুখ।

উক্ত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মুজিববর্ষ উপলক্ষে ইতিপুর্বে ৭ ইউনিয়নের ভুমিহীনদের আবেদনের প্রেক্ষিতে ১২১জন ব্যক্তিকে ভুমিহীনের তালিকাভুক্ত করা হয়।
এদের মধ্যে ৬০ জনকে পূর্ব গজারীকুড়ায় সেনা বাহিনী কর্তৃক নির্মিত ব্যারাকে বাকি ৬১ জনকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘর নির্মাণ করে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *