ভূমিকম্পে আতঙ্কিত তারকারাও

ভূমিকম্পে আতঙ্কিত তারকারাও

বিনোদন ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। চলতি বছর দেশের ভেতর উৎপত্তি হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে আজকের ভূমিকম্পটিই সর্বোচ্চ মাত্রার ছিল। এতে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া নে গেলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারদিকে।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিকভাবে নিজের অনুভূতি শেয়ার করেছেন অনেকেই। বিনোদন জগতের অনেক তারকাই এতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অনুভূতি শেয়ার করে পোস্ট করেছেন অনেকেই।

জনপ্রিয় অভিনেত্রী অপি করিম লিখেছেন, ‘এত বড় ভূমিকম্প আগে কখনো অনুভব করিনি!’

আলোচিত অভিনেতা জায়েদ খান লিখেছেন, ‘কী ভয়ংকর ভূমিকম্প।

আল্লাহ সবাইকে হেফাজত করুন।’কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, ‘যা জানলাম আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু আর ফান করার মতো থাকলো না, তাই না?’

আরেক কণ্ঠশিল্পী রন্টি দাস লিখেছেন, ‘হে প্রভু সবই তোমার ইচ্ছা, সবাইকে নিরাপদে রেখ।’

সঙ্গীত শিল্পী লুৎফর হাসান লিখেছেন, ‘ভূমিকম্পটা সহজ ছিল না।

আল্লাহ সবাইকে হেফাজত করুন।’কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, ‘যা জানলাম আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু আর ফান করার মতো থাকলো না, তাই না?’

আরেক কণ্ঠশিল্পী রন্টি দাস লিখেছেন, ‘হে প্রভু সবই তোমার ইচ্ছা, সবাইকে নিরাপদে রেখ।’

সঙ্গীত শিল্পী লুৎফর হাসান লিখেছেন, ‘ভূমিকম্পটা সহজ ছিল না।

দেশের ভূমিকম্প গবেষকরা বলছেন, এর আগে সর্বশেষ ২০০৩ সালের ২৭ জুলাই রাঙ্গামাটির বরকোলে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া ভূমিকম্পের প্রবল দুলুনিতে আতঙ্কগ্রস্ত হয়ে অনেক মানুষ ঘর ছেড়ে সড়কে নেমে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *